দামুড়হুদার কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালযে ম্যানেজিং কমিটির নির্বাচন জমে উঠেছে  

দামুড়হুদা( চুয়াডাঙ্গা) প্রতিনিধি: দামুড়হুদার কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে জমে উঠেছে ম্যানেজিং কমিটির নির্বাচন। সময় যতই ঘনিয়ে আসছে ততই উংসবমুখর হয়ে উঠছে নির্বাচনের পরিবেশ।
বিগত সময়ের নির্বাচনের তুলনায় এবার নির্বাচনের সার্বিক চিত্র দেখতে অনেকটা কঠোর হবে বলে মনে করছেন স্থানীয়রা। এর’ই ধারাবাহিকতায় জমে উঠেছে প্রার্থীদের প্রচার প্রচারনা।
শেষ পর্যন্ত ভোটারদের খুশি করে সমর্থন ধরে রাখতে চা-পান সহ নানা ফরমায়েশ পূরণে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সময় যতো’ই ঘনিয়ে আসছে ভোট প্রার্থীরা ততই তাদের ভোটের হিসাব নিকাশ ও পর্যালোচনায় মেতে উঠছেন।
বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশ লেখা পড়া সহ ভবিষ্যত উন্নয়ন পরিকল্পনা সামনে রেখে শিক্ষার্থীর অভিভাবকরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতায় লিপ্ত হয়েছেন। ম্যানেজিং কমিটির পৃথক ৫ সদস্য পদের বিপরীতে মোট ১০ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করছেন এ নির্বাচনে।
স্ব- স্ব অবস্থান থেকে প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রতিদ্বন্দ্বী ৫ প্রার্থীই স্ব- স্ব পদের বিজয় সুনিশ্চিত করতে মরিয়া হয়ে তাদের সমর্থকদের সাথে নিয়ে ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা বলে দ্বারে দ্বারে তারা ভোট প্রার্থনা করছে।
দুটি প্যানেলে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন বিআরডিপি কর্মকর্তা রকিবুল ইসলামের প্যানেলের সদস্যরা হলেন – সালাম দর্জি,কাজল রেখা, আব্দুর রহমান, রকিবুল হক, পটল।
প্রকৌশলী আক্তারুল ইসলামের প্যানেলের সদস্যরা হলেন আশাদুল হক, জবেদ আলী, শাবানা খাতুন, সাব্বির হোসেন, সাদিকুল ইসলাম প্রকাশ থাকে যে, অত্র নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪৫৭ জন। প্রত্যেক ভোটার মোট পাঁচজন প্রার্থীকে ১ টি করে ভোট প্রদান করতে পারবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৪ জুলাই রবিবার চলবে সকাল ১০ ঘটিকা হইতে অপরাহ্ন ০৪ ঘটিকা পর্যন্ত।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.