দামুড়হুদার আরামডাঙ্গা পূর্বপাড়া কৃষক সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন ২৫ মার্চ

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: দামুড়হুদার আরামডাঙ্গা পৃর্বপাডা কৃষক সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্হাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ২৫ মার্চ অনুষ্ঠিত হবে। গত ৬ ফেব্রুয়ারী সমিতির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ১৩ ফেব্রুয়ারী নির্বাচনের তফশিল ঘোষণা করেন। ২০০১ সালের পর সমিতির কোনো নির্বাচন হয়নি।তবে এ অচলায়তন ভেঙে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি পেতে যাচ্ছে খুলনা বিভাগে স্বর্ণ পদকপ্রাপ্ত আরামডাঙ্গা পৃর্বপাড়া কৃষক সমবায় সমিতি। ফলে সমিতির সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে।
তপশিলে বলা হয়েছে,মনোনয়ন পত্র বিতরণ ও সংগ্রহ ১৫ হতে১৬ মার্চ দুপুর ১২ হতে বিকাল ৪টা পর্য়ন্ত, মনোনয়ন পত্র দাখিল ২২ মার্চ সকাল ১১ টা হতে ৩ পযর্ন্ত, মনোনয়ন পত্র বাছাই ২৬ ফেব্রুয়ারী ১১ টা হতে, মনোনয়ন পত্র বাছাই আস্তে প্রার্থীর প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ ২৬ ফেব্রুয়ারি, প্রাথমিক খসড়া তালিকায় অন্তভুক্ত কোন প্রার্থীর মনোনয়ন পত্রের বিষয়ে আপত্তি কিংবা বাতিলকৃত প্রার্থীর আপত্তি ৯ মার্চ হতে ১২ মার্চ পর্যন্ত সকাল ৯টা ৪টা পর্যন্ত, আপীলের শুনানী ও নিষ্পত্তি ১৩ হতে ১৫ মার্চ সকাল ৯ হতে ৪ টা পর্যন্ত, নির্বাচন কমিটি কর্তৃক চুড়ান্ত ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ ১৬ মার্চ দুপুর ১২টায়, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ মার্চ সকাল ১০টা হতে ৪ টা পর্যন্ত, চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশাস্তে বৈধ প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্ধ ২৯ মার্চ দুপুর ১২ টা হতে দুপুর ২ টা পর্যন্ত, ভোট গ্রহণ ২৫ মার্চ সকাল ১০ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত আরামডাঙ্গা পৃর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠিত হবে। ৪৭ জন ভোটার ভোট প্রয়োগ করবে।
নির্বাচনে একজন সভাপতি, একজন সহসভাপতি, একজন সম্পাদক ও দুইজন সদস্য সরাসরি ভোটে নির্বাচন হবে।
সভাপতি পদে প্রার্থী হলেন: রকিব শেখ (আনারস) ,ইকতার আলী (চেয়ার),সহসভাপতি পদে মহির উদ্দীন মন্ডল (মোরগ), হারুন আলী হালসোনা (চাকা),সম্পাদক পদে ফুলসুরাতন খাতুন (মাছ) সাইফুল মন্ডল (কলস),সদস্য পদে ছামিনা খাতুন (ঘুড়ি),আবুল হোসেন (দেয়াল ঘড়ি),নাজিম উদ্দীন (দোয়াত কলম),আব্দুল হাকিম (হাতি)।নির্বাচন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন চুয়াডাঙ্গা জেলা সমবায় পরিদর্শক মোছা: নার্গিস আক্তার।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.