দামুড়হুদায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় সেনাবাহিনী অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১৫ রাউন্ড পিস্তল গুলিসহ সাইদুর রহমান (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে দামুড়হুদা উপজেলার দশমী ব্রিজপাড়ায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলিসহ ওই যুবককে গ্রেফতার করা হয়।
জানা গেছে, চুয়াডাঙ্গা সেনাবাহিনীর সদস্যরা বৃহস্পতিবার ভোরে একটি অভিযান পরিচালনা করেন। অভিযানে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার‌ দশমী ব্রিজপাড়া অন্যতম সাইদুর রহমানকে (৩৮) গ্রেফতার করা হয়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১৫ রাউন্ড পিস্তলের গুলি ও দুটি বাটন ফোন উদ্ধার করা হয়। প্রয়োজনীয় তল্লাশি শেষে প্রাপ্ত অবৈধ অস্ত্র, গুলিসহ গ্রেফতার আসামিকে দামুড়হুদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বিটিসি নিউজকে বলেন, ‘সেনাবাহিনীর সদস্যরা এক যুবককে অস্ত্রসহ থানায় সোপর্দ করেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অস্ত্র আইনে মামলা রুজু হবে।’
আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.