দাউদার মাহমুদ সিংড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোনীত

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন দাউদার মাহমুদ। জেলা বিএনপির সভাপতি এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাধারণ সম্পাদক আমিনুল হক সাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।

দাউদার মাহমুদ এর আগে পৌর বিএনপির সভাপতি, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

 

 

গত বছরের ২৮শে অক্টোবর এড. মজিবুর রহমান মন্টুকে সভাপতি ও শামীম আল-রাজীকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করে জেলা বিএনপি। এ বছরের ৭ই জানুয়ারী শামীম আল-রাজীর মৃত্যুতে পদটি শূন্য হয়।

এদিকে দাউদার মাহমুদ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় বৃহস্পতিবার দুপুরে প্রায় ৭০০ মটরসাইকেলের একটি শোভাযাত্রায় দলীয় নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.