দল-মতের ঊর্ধ্বে থেকে নির্বাচন কর্মকর্তাদের দায়িত্ব পালনের নির্দেশ : সিইসি

ঢাকা প্রতিনিধিআজ শনিবার বিকেলে এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেন, ভোটের দিন কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়ার চেষ্টা হলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিন।

একই সঙ্গে দল-মতের ঊর্ধ্বে থেকে নির্বাচন কর্মকর্তাদের দায়িত্ব পালনের নির্দেশও দিয়েছেন তিনি।

ব্রিফিংয়ে সিইসি ছাড়াও উপস্থিত কমিশনের সব সদস্য।

সিইসি বলেন, রেকর্ড সংখ্যক প্রার্থীর অংশগ্রহণে এবারই প্রথম সব দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। নির্বাচনে প্রতিযোগিতামূলক পরিবেশ বিরাজ করছে। শেষ সময়ে এসেও ফৌজদারি অপরাধরে মামলা ছাড়া প্রার্থী বা এজেন্টদের যেন গ্রেপ্তার বা হয়রানি করা না হয় সেজন্য আইন-শৃংখলা বাহিনীকে নির্দেশ দেন তিনি। কয়েকটিস্থানে নির্বাচনী সহিংসতার জন্য দু:খও প্রকাশ করে এসব ঘটনা তদন্তের নির্দেশ দেন তিনি।

প্রতিযোগিতা যেন সহিংসতায় রুপ না নেয়, প্রার্থীদের প্রতি এই আহ্বান জানান সিইসি। একই সঙ্গে কোন প্ররোচনায় না পড়ে নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান ভোটারদের প্রতি।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.