
বিটিসি নিউজ ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে । আজ রবিবার এ দল ঘোষণা করে বিসিবি। দলে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও ইমরুল কায়েস।
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, লিটন দাশ, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি, আবু যায়েদ রাহি ও আরিফুল হক দলে রয়েছেন।
২৯ মে ভারতের উদ্দেশে দেশ ছাড়বে সাকিব আল হাসান ও তার দল স্বাগতিক আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি খেলতে । ৩, ৫ ও ৭ জুন ভারতের দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.