দক্ষ কর্মী বিদেশে কর্মসংস্থান-অভিবাসন নিশ্চিতকরণ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জে প্রেসব্রিফিং


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে দক্ষ কর্মীর বিদেশে কর্মসংস্থান করার লক্ষে নিরাপদ, নিয়মিত ও মানসম্মত অভিবাসন নিশ্চিতকরণ বিষয়ে প্রেসব্রিফিং হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রেসব্রিফিং হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন।

প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি। বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাসরিন খাতুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা এলিজা খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিকুল ইসলাম, নারায়নপুর ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোদা। সভায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রতি উপজেলা থেকে বছরে গড়ে ১ হাজার দক্ষ যুবক-যুবতী বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা উদ্যোগের বিষয় তুলে ধরা হয়।

এজন্য জেলার দক্ষ যুবক-যুবতীদের ডাটাবেইজ তৈরী কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রম সফল করতে গণমাধ্যমকর্মীসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন কর্মকর্তাগণ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.