দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, পাইলট সহ নিহত-১০

(দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, পাইলট সহ নিহত-১০–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ সুদানের জংলাই রাজ্যে গতকাল মঙ্গলবার (০২ মার্চ) একটি বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির জুবা আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক।। এদের মধ্যে দুই পাইলট রয়েছেন।
বার্তা সংস্থা এএফপি’র বরাতে জানা যায়, আজ বুধবার (০৩ মার্চ) গভর্ণর ডিনে জোক চাগোর বলেন, ‘পিরি এয়ারস্ট্রিপে গতকাল মঙ্গলবার (০২ মার্চ) স্থানীয় সময় বিকেল ৫টা ৫ মিনিটের দিকে বিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। আর এটি ছিল বড় দুঃখের ও ভয়ঙ্কর খবর।’ এ ঘটনায় ‘দুই পাইলটসহ ১০ জন নিহত হয়েছে।’
বিমানটি দক্ষিণ সুদানের সুপ্রিম এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক বিমান ছিল বলে জানা গেছে। এ ঘটনায় মৃতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।
এটি ছিল এই বিমান সংস্থাটির পরিচালিত দ্বিতীয় দুর্ঘটনার ঘটনা। এর আগে ২০১৭ সালে সুপ্রিম এয়ারলাইন্সের একটি বিমানে আগুন ধরে গেলে জরুরী অবতরণের সময় বিধ্বস্ত হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। (সূত্র: এএফপি) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.