বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ চীনের শহর শেনজেনে একটি প্রধান রেলপথের নির্মাণস্থলে একটি গুহা ধসে ১৩ জন নিখোঁজ হয়েছেন।
বাওআন জেলা জরুরি ব্যবস্থাপনা ব্যুরোর এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার রাত ১১টার দিকে (১৫০০ জিএমটি) শেনজেন-জিয়াংমেন রেলওয়ে নির্মাণস্থলে একটি অংশের নিচের মাটি হঠাৎ ভেঙে পড়ে।
কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে নিখোঁজদের জন্য অনুসন্ধান চলছিল এবং ধসের কারণ অনুসন্ধান করা হচ্ছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.