দক্ষিণ চব্বিশ পরগনাতে ইলিশ ভর্তি ট্রলার ডুবে গেল

 

কলকাতা (ভারত) প্রতিনিধি: গতকাল মঙ্গলবার (০১ আগস্ট) ভোররাতে দক্ষিণ চব্বিশ পরগনার বাঘেরচকের কাছে প্রায় এক টন ভর্তি ইলিশ সহ ট্রলার ডুবে গেল।
স্থানীয় সূত্রের খবর অনুযায়ী১৭জনের একটি মৎস্যজীবীদের দল কাকদ্বীপের অক্ষয়নগর থেকে এমভি প্রসেনজিত নামে একটি ট্রলার করে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিল।
আবহাওয়ার খারাপ খবর পেয়ে কাকদ্বীপের বন্দরে ফিরছিল ট্রলারটি। ভোররাতে ঢেউয়ের ধাক্কায় ট্রলারের নীচের পাটাতন ফেটে যায়। হুবহু করে জল ঢুকতে শুরু করে তাতে। ফলে ট্রলারটি ডুবতে শুরু করে।
বিপদ বুঝে মৎস্যজীবীরা আশেপাশে থাকা ট্রলারদের দৃষ্টি আকর্ষণ করেন। তারা এসে দুর্ঘটনাগ্রস্ত মৎস্যজীবীদের উদ্ধার করে নিয়ে আসে। পরে যানা গেছে ট্রলারটিতে প্রায় ১টনের মতন ইলিশ মাছ ছিল। মৎস্যজীবীদের অক্ষত অঅবস্থায় উদ্ধার করা গেলেও মাছগুলো স্থানীয় জলাশয়ে ডুবে যায়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.