দক্ষিণ আফ্রিকায় সড়কে ঝড়ল ১৬ শিক্ষার্থীসহ ১৯ জনের প্রাণ

বিটিসি আন্তর্জাতিক ডেস্কদক্ষিণ আফ্রিকার ডারবানের প্রায় ৩০০ কিলোমিটার উত্তরে মহাসড়কে একটি বড় ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে কমপক্ষে ১৬ শিশু শিক্ষার্থীসহ ১৯ জন নিহত হয়েছেন।
দেশটির আঞ্চলিক সরকার জানিয়েছে, শুক্রবার কয়াজুলু-নাতাল প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। 
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বাসটিতে মোট ১৯ জনকে যাত্রী ছিলেন। এদের মধ্যে তিনজন প্রাপ্ত বয়স্ক ছিলেন। নিহত শিশুদের বয়স ৫ থেকে ১২ বছরের মধ্যে ছিল।
আঞ্চলিক পরিবহণ মন্ত্রী সিফো হলমুকা এক বিবৃতিতে বলেন, এভাবে ‘অনেক শিশুর চিরতরে চলে যাওয়া খুবই মর্মান্তিক।’
দক্ষিণ আফ্রিকার সড়কগুলো মহাদেশটির অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো হলেও দেশটির অধিকাংশ দুর্ঘটনার জন্য বেপরোয়া গাড়ি চালানোকে দায়ী করা হয়ে থাকে। (সূত্র: এএফপি) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.