দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৩৪ রানে অলআউট ভারত

বিটিসি স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৩৪ রানে অলআউট হয়েছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন সুর্যকুমার যাদব। অন্যদিকে লুঙ্গি এনগিডি ৪৯ রানে ৫ উইকেট নিয়েছেন।
আগের দুই ম্যাচেই জয় পাওয়া ভারতের শুরুটা ছিল আজ বেশ নড়বড়ে। লুঙ্গি এনগিডির তোপে ৪৯ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে রোহিত শর্মার দল। বড় বিপর্যয়ের মুখে দলকে একাই রক্ষা করেছেন সুর্যকুমার যাদব। দুর্দান্ত ফিফটিতে লড়াই করার পুঁজিও এনে দিয়েছেন ডানহাতি এ ব্যাটার।
সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ১৫ রান করে ভারতীয় অধিনায়ক ক্যাচ দিয়ে ফেরেন এনগিডির বলে।
একই ওভারে ফেরেন আরেক ওপেনার রাহুলও। দুই ওপেনারের বিদায়ের পর ২৩ রান যোগ করতেই আরও ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ভারত। পঞ্চম উইকেটে দিনেশ কার্তিককে নিয়ে কিছুটা ইনিংস মেরামতের কাজ করছেন যাদব। ৪০ বলে ৬৮ রান করে যাদব ফিরলে আবারও ভাটা পড়ে রানে। ১৩৩ রানে থামে ভারতের ইনিংস।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৪ ওভারে ২৯ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছেন এনগিডি। তিনটি উইকেট পেয়েছেন ওয়াইন পার্নেল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.