থেমে থাকা ট্রাকে শ্মশানযাত্রীবোঝাই ট্রাক’র ধাক্কা, ১৮ জনের মৃত্যু

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ায় মরদেহ সৎকার করতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ১৮ জন। শনিবার গভীর রাতে নদিয়ার হাঁসখালি ব্লকের ফুলবাড়ি মাঠের কাছে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, উত্তর ২৪ পরগনার বাগদা থানার পারমদন ফরেস্ট এলাকার বাসিন্দা বৃদ্ধা শ্রাবণী মুহুরির মৃত্যু হয়। তার সৎকার করতেই পরিবার ও প্রতিবেশীরা মিলিয়ে ৪০ জন একটি ট্রাকে করে নবদ্বীপ যাচ্ছিলেন।
পথে নদিয়ার ফুলবাড়ি খেলার মাঠের কাছে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয় শ্মশানযাত্রীদের ট্রাকটি।
ভয়াবহ এই দুর্ঘটনার পর শ্রাবাণী মুহুরির মরদেহসহ সবাইকেই কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ১৩ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কিছু পরে আরও ৫ জনকে মৃত ঘোষণা করা হয়। বাকিদের চিকিৎসা চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসক। (সূত্র: জি ২৪ ঘণ্টা)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.