থামল বায়ার্ন মিউনিখ’র জয়রথ

বিটিসি স্পোর্টস ডেস্ক: দুই গোলের লিড নিয়েও হারতে হলো বায়ার্ন মিউনিখকে। বুন্দেসলিগায় রাউন্ড অব ফিফটিনের ম্যাচে জার্মান জায়ান্টদের ১২ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ৩-২ গোলে হারিয়ে থামিয়ে দিয়েছে বরুশিয়া মনশেনগ্লাডবাখ। দলের হয়ে জোড়া গোল করেছেন ফেরান হফম্যান। তবে এই ম্যাচ হারের পরও টেবিলের শীর্ষস্থানেই আছে বায়ার্ন মিউনিখ।
টেবিলের শীর্ষস্থানটা দখলে থাকলেও স্বস্তিতে ছিল না বায়ার্ন মিউনিখ। এমন অস্বস্তির মাঝেই বরুশিয়া পার্ক ভ্রমণ বাভারিয়ানদের। মনশেনগ্লাডবাখ যে তাদের কঠিন পরীক্ষা নেবে সেটা হয়তোবা অনুমেয় ছিল হেনসি ফ্লিকের। তথাপি খেলার মাত্র ২০ মিনিটেই লেওয়ানডোস্কির পেনাল্টি গোলে লিড পায় অতিথিরা।

কোচের ভাবনাকে ছুড়ে ফেলে ২৬ মিনিটে দ্বিতীয় গোল আদায় করে নেয় বায়ার্ন মিউনিখ। এবার স্কোর শিটে নাম উঠান গোরেৎজকা। এতটুকুতেই যারা ম্যাচের ভবিষ্যৎ দেখে নিয়েছিলেন, তাদের ভাবনার গুঁড়ে বালি। কারণ নাটকীয়তার শুরু এরপর থেকেই।

ঘরের মাঠে শুরুতেই জোড়া গোল হজম করে ব্যাকফুটে চলে যাওয়া বরুশিয়া মনশেনগ্লাডবাখ গুছিয়ে নেয় দ্রুতই। ৩৫ মিনিটে ব্যবধান কমিয়ে দলকে ম্যাচে ফেরান হফম্যান। প্রথমার্ধের একদম শেষ দিকে এই জার্মান ফরোয়ার্ডের দ্বিতীয় ধামাকায় সমতায় ফেরে ডায় বরুশেনরা।

ফার্স্ট হাফ যেখানে শেষ করেছিলো মনশেনগ্লাডবাখ, তাদের দ্বিতীয়ার্ধটাও শুরু হয় সেখান থেকে। নতুন উদ্যমে মাঠে নেমে তারা লিড পায় ৪৯ মিনিটে। দলকে এগিয়ে নেওয়ার দায়িত্বটা এবার পালন করেন ফ্লোরিয়ান নিউহস। যাকে অ্যাসিস্ট করেছেন জোড়া গোলের নায়ক হফম্যান।

অ্যাওয়ে ম্যাচে প্রভাব বিস্তার করে খেলেছে বায়ার্ন মিউনিখ। বল পজিশনেও তারা ছিল বেশ এগিয়ে। তবে আক্রমণের সুযোগ বেশি তৈরি করেছে মার্কো রোজ শিষ্যরা। এমনকি অন টার্গেটে শট নেওয়ার ক্ষেত্রেও তারা ছিল এগিয়ে।

ম্যাচের শেষ পর্যন্ত সমতায় ফিরতে প্রাণপণে লড়েছেন জশোয়া কিমিচ, থমাস মুলার, লিরয় সানেরা। কিন্তু স্বাগতিকদের জমাট রক্ষণে সুবিধা হয়নি। ফলে বুন্দেসলিগায় গেল ১২ ম্যাচ ধরে যে আনবিটেন রানে ছিল বর্তমান চ্যাম্পিয়নরা, তা থেমে যায় বরুশিয়া পার্কে এসে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.