থানা পুলিশের অভিযানে রাজশাহীর তানোরে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ৫

বিশেষ প্রতিনিধি: রাজশাহী জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহমুদুল হাসান, মোঃ মতিউর রহমান সিদ্দিকি দয়ের নির্দেশনায় এবং তানোর থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল হাসান, এর নেতৃত্বে গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারী) ২০২০ ইং রাতে তানোর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে, এতে থানার বিভিন্ন পর্যায়ে অফিসারগন অংশনেন।

প্রথম অভিযানে: থানার এসআই (নিঃ) মোঃ হামিদুল ইসলাম সঙ্গীয় অফিসার এএসআই (নিঃ) মোঃ হাফিজুল ইসলাম-১ এএসআই (নিঃ) মোঃ ইউনুস আলী মোল্লা সঙ্গীও পুলিশ ফোর্সসহ আসামী জামিন মার্ডি (৩২), পিতা- রামেশ মার্ডি সাং-দর্গাডাঙ্গা, থানা- তানোর, জেলা-রাজশাহীকে ০৫ (পাঁচ) লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ গ্রেফতার করেন।

দ্বিতীয় অভিযানে: তানোর থানার মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় অফিসার এএসআই (নিঃ) মোঃ শাহাদৎ হোসেন, এএসআই (নিঃ) মোঃ মশিউর রহমান পুলিশ ফোর্সসহ আসামী মোঃ জাহাঙ্গীর আলম (৪০), পিতা-মোঃ আব্দুল রব, সাং-পাঁচন্দর থানতলা মোড়, থানা- তানোর জেলা- রাজশাহীকে ২৫ (পঁচিশ) গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন।

তৃতীয় অভিযানে: তানোর থানার পিএসআই (নিঃ) মোঃ ইয়াছিন আরাফাত সঙ্গীয় অফিসার এএসআই (নিঃ) মোঃ মুকুল হোসেন, এএসআই (নিঃ) পলাশ রায় সঙ্গীও ফোর্সসহ আসামী মোঃ জামাল উদ্দিন (২৮), পিতা- মোঃ কছিম উদ্দিন, সাং- মোহাম্মদপুর দিঘীপাড়া, পোষ্ট- রাজবাড়ী হাট, থানা- নাচোল, জেলা- চাঁপাইনবাবগঞ্জকে চোলাইমদ সেবন করার অপরাধে গ্রেফতার করেন।

চতুর্থ অভিযানে: এসআই (নিঃ) মোঃ রুহুল আমীন, এএসআই (নিঃ) মোঃ হাফিজুল ইসলাম (২), এএসআই (নিঃ) চন্দন কুমার, তানোর থানা, রাজশাহী সঙ্গীয় পুলিশ ফোর্সসহ আসামী মোঃ পলাশ (২৬), পিতা- মৃত: আমিনুল হক, মাতা- নুরেছা বিবি, সাং- বানিয়াল, থানা- তানোর, জেলা- রাজশাহীকে ১৫ (পনের) গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন।

পঞ্চম অভিযানে: এসআই (নিঃ) মোঃ মাসুদ করিম সঙ্গীয় অফিসার এএসআই (নিঃ) চন্দন কুমার, ১৫ (পনের) দিনের সাজা প্রাপ্ত আসামী ইলিয়াছ হেমরম, পিতা- সরল হেমরম, সাং- চকপাড়া থানা- তানোর জেলা- রাজশাহীকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত আসামীদের পুলিশ হেফাজতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের এই ট্রিমগুলোর ৫টি অভিযানে পরিচালনার বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, গতকাল মঙ্গলবার সারারাত্রি ব্যাপি আমরা থানার দায়ীত্বরত অফিসারসহ সংঙ্গীও পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে এই ৫ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হই। পরবর্তীতে থানার সকল কার্যক্রম শেষে বুধবার বেলা সাড়ে ১০টার দিকে তাদেরকে পুলিশ হেফাজতে আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, আমরা দেশ ও জাতির কল্যার্থে থানা পুলিশের পক্ষ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিকভাবে বজায় রাখার লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। অন্যায়ের বিরুদ্ধে আমাদের সকল প্রকার অভিযান চলমান আছে এবং থাকবে। পাশাপাশি বিভিন্ন মামলায় বিজ্ঞ আদালতের রায়ে অভিযুক্ত আসমীদের গ্রেফতারে জোর চেষ্টা চালাচ্ছি। এছাড়াও গোপনে ও প্রকাশ্যে আমাদের ব্যাপক গোয়েন্দা নজরদারি রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.