BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

থাইল্যান্ডে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৪৫

থাইল্যান্ডে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৪৫

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত থাইল্যান্ডে এখনও পর্যন্ত ১৪৫ জন প্রাণ হারিয়েছেন। গৃহহীন হয়ে পড়েছেন কয়েক লক্ষ বাসিন্দা। পানির তোড়ে ভেসে গিয়েছে বসত ভিটে-রাস্তাঘাট।

ফলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। নিখোঁজ রয়েছেন শতাধিক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উদ্ধারকার্যে শ্লথগতির কারণে সমালোচনার মুখে পড়েছে দেশটির সরকার। সরকারি তরফে মৃত্যুর যে পরিসংখ্যান দেওয়া হয়েছে, প্রকৃত সংখ্যা তার দ্বিগুণ বলেই দাবি স্থানীয় বাসিন্দারা।

গত কয়েকদিন ধরেই এক নাগাড়ে ভারী বৃষ্টি হচ্ছে থাইল্যান্ডের দক্ষিণ অংশের জেলাগুলিতে। নদী আর হ্রদের পানি উপচে পড়ে জনবসতি ভাসিয়ে নিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে সংখলা প্রদেশ।

ওই প্রদেশটিতে ভয়াবহ বন্যায় কমপক্ষে ১১০ জনের মৃত্যু হয়েছে। হাত হিয়া শহরে পানি কোমর সমান। ফলে মৃতদেহ উদ্ধারে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের।

শুক্রবার (২৮ নভেম্বর) থাইল্যান্ড সরকারের মুখপাত্র সিরিপোঙ অঙ্গাসাকুল্কিয়ান সাংবাদিকদের জানিয়েছেন, বেশ কয়েকটি জায়গা থেকে জল নামতে শুরু করেছে। তবে বহু জায়গা এখনও জলমগ্ন।

পানিবন্দি হয়ে পড়েছেন ৩৬ লক্ষের বেশি মানুষ। তাদের উদ্ধার করার চেষ্টা চলছে। পাশাপাশি দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ারও চেষ্টা চলছে।

তবে টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যার পূর্বাভাস থাকলেও আগাম প্রস্তুতি না নেওয়ায় সরকারের সমালোচনা শুরু হয়েছে। প্রশাসনিক প্রস্তুতির ক্ষেত্রে যে গাফিলিতি ছিল তা মেনে নিয়েছেন সিরিপোঙ অঙ্গাসাকুল্কিয়ান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে যে ভুল হয়েছে তা মেনে নিচ্ছি।’ #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ