থাইল্যান্ডে তেলবাহী জাহাজে ভয়াবহ বিস্ফোরণ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডে তেলবাহী ট্যাংকার জাহাজ বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত চারজন নিখোঁজ রয়েছেন।
ইরানের সংবাদ সংস্থা ইরনা নিউজ জানায়, মঙ্গলবার (১৭ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের দক্ষিণ-পশ্চিমে সামুত সোংখরাম প্রদেশে ক্লং নদীতে ওই বিস্ফোরণ ঘটে।
থাইল্যান্ডের সামুদ্রিক জাহাজ পরিবহন বিভাগের উপমহাপরিচালক ফুরিফাত থিরাখুনফিসুথ জানান, বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, বিস্ফোরণের শব্দ ১০ কিলোমিটার দূর থেকে শোনা গেছে। দুপুর ২টা পর্যন্ত ট্যাংকার থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।
থাই মেরিটাইম এনফোর্সমেন্ট কমান্ড সেন্টার জানিয়েছে, বিস্ফোরণে আশপাশের বাড়ির কাচের জানালা ভেঙে গেছে। এতে দুজন আহত হয়েছেন।
থাই মেরিটাইম এনফোর্সমেন্ট কমান্ড সেন্টারের প্রকাশিত ছবি দেখে বিস্ফোরণস্থলের কাছাকাছি শিপইয়ার্ডের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ট্যাংকারটি প্রচুর পরিমাণে তেল বহন করছিল বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.