থাইল্যান্ডে জোট সরকার গঠনে বড় অগ্রগতি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের নবনির্বাচিত হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার হিসেবে প্রচারচার্ট পার্টির প্রবীণ রাজনীতিবিদ ওয়ান মুহাম্মাদ নূর মাথাকে নিযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) তাকে নিযুক্ত করা হয়।
ওয়ান নূরের নিয়োগকে দুটি বৃহত্তম দল এবং জোটের অংশীদার মুভ ফরোয়ার্ড এবং ফেউ থাইয়ের মধ্যে একটি সমঝোতা হিসেবে দেখা হয়েছে।
এই পদের জন্য ওয়ান নূরই একমাত্র মনোনীত ব্যক্তি ছিল। আর একমাত্র মনোনয়ন হওয়ায় তাকে সমর্থন করার জন্য কোনও ভোটের প্রয়োজন হয়নি।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হাউস স্পিকার নিয়ে সমঝোতা প্রগতিশীল মুভ ফরোয়ার্ড এবং পপুলিস্ট ফেউ থাই দলগুলির মধ্যে কিছু উত্তেজনা প্রশমিত করতে সাহায্য করবে।
গত ১৪ মের পর্লামেন্ট নির্বাচনের এই জোটটি  তাদের রক্ষণশীল এবং সামরিক সমর্থক প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করেছিল। সংসদ নির্বাচনে  মুভ ফরোয়ার্ড ১৫১ এবং ফেউ থাই ১৪১টি আসন পেয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.