আন্তর্জাতিকব্রেকিং নিউজ থাইল্যান্ডে আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৯ জন নিহত By বার্তা কক্ষ On জুলাই ৩০, ২০২৫ Share বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। বুধবার (৩০ জুলাই) এই দুর্ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ব্যাংককের উত্তরে সুফান বুরি প্রদেশের মুয়াং জেলায় স্থানীয় সময় বেলা ১১টার দিকে কারখানায় আগুন লাগে। একটি উদ্ধারকারী দলের শেয়ার করা ছবিতে দেখা গেছে, একটি পুড়ে যাওয়া ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। থাই পুলিশ জানিয়েছে, ৯ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। দু’জনকে নিকটবর্তী একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় পুলিশ প্রধান ওয়াঞ্চাই খাওরাম এএফপিকে বলেন, ‘আমরা বিস্ফোরণের কারণ সনাক্ত করার চেষ্টা করছি।’ থাইল্যান্ডে কারখানায় আগুন লাগার ঘটনা খুবই সাধারণ। কেননা সেখানে নিরাপত্তা বিধির প্রয়োগ দুর্বল। গত বছর একই প্রদেশে আরেকটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছিল। # Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail
Comments are closed, but trackbacks and pingbacks are open.