থাইল্যাণ্ডে নিরঙ্কুশ জয়ের পথে সেনা সমর্থিত দল পালাং প্রচারাত পার্টি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক:  ইল্যান্ডের জাতীয় নির্বাচনে  সেনা সমর্থিত দল পালাং প্রচারাত পার্টি নিরঙ্কুশ জয়ের পথে।

ভোট গণনা শেষে দেখা গেছে  ৯৪ শতাংশ পেয়েছে পালাং প্রচারাত পার্টি , প্রায় ৭৭ লাখ ভোট। তার নিকটতম দল সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার পিউ থাই পার্টি পেয়েছে ৭২ লাখ ভোট।

আজ সোমবারের মধ্যেই পূর্ণাঙ্গ ফল ঘোষণা হবে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন।

এর ফলে আবারো সরকার গঠন করতে যাচ্ছেন সেনাবাহিনীর সাবেক জেনারেল প্রাউত চান ওচা।

এদিকে পরাজয়ের পর দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন বিরোধী ডেমোক্রেট পার্টির নেতা ও সাবেক প্রধানমন্ত্রী অভিজিত ভেজাজিবা।

২০১৪ সালের সামরিক অভ্যুত্থানের পর থাইল্যান্ডে রোববার প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.