বিটিসি স্পোর্টস ডেস্ক: ম্যাচ জুড়ে বল দখল আর আক্রমণে আধিপত্য করলেও ফিনিশিংয়ে ব্যর্থতা বেশ ভোগাল আর্সেনালকে। লেয়ান্দ্রো ত্রোসার গোলে তিন পয়েন্ট অবশ্য ঠিকই পেল তারা, ফিরল লিগ টেবিলের শীর্ষে।
ফুলহ্যামের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে মিকেল আর্তেতার দল। দ্বিতীয়ার্ধে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেছেন ত্রোসার।
আট ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে আর্সেনালের পয়েন্ট হলো ১৯। দিনের শুরুতে এভারটনকে হারিয়ে শীর্ষে ওঠা ম্যানচেস্টার সিটি নেমে গেল দুইয়ে, ১৬ পয়েন্ট নিয়ে। এই দুই দলের চেয়ে এক ম্যাচ কম খেলে ১৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে শিরোপাধারী লিভারপুল।
প্রথমার্ধে কেবল একটি শট লক্ষ্যে রাখতে পারে আর্সেনাল। ৩৭তম মিনিটে ভিক্তর ইয়োকেরেশের সেই প্রচেষ্টা ঠেকিয়ে দেন ফুলহ্যাম গোলরক্ষক।
৫৮তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোলটি। বুকায়ো সাকার কর্নারে গাব্রিয়েল মাগালিয়াইসের হেড পাসে দূরের পোস্টে ভলিতে বল জালে পাঠান ত্রোসার।
নির্ধারিত ৯০ মিনিটে আর কেবল একটি প্রচেষ্টা লক্ষ্যে রাখতে পারে আর্সেনাল। যোগ করা সময়ে ইয়োকেরেশ ও গাব্রিয়েল মার্তিনেল্লির শট ঠেকিয়ে ব্যবধান বাড়তে দেননি স্বাগতিক গোলরক্ষক।