ত্রিশালে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ২

 

ময়মনসিংহ ব্যুরো: আজ সোমবার  ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে একটি ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৩ জন।

আজ  সকাল ৮টার দিকে উপজেলার আমিরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রাক চালক আলামিন (২২) ও হেলপার হাফিজুর রহমান (২০)। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন বিটিসি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বিটিসি নিউজকে জানান, আজ সকালে ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি ট্রাক স্থানীয় আমিরাবাড়ি এলাকায় ইউটার্ন নেওয়ার সময় ত্রিশাল থেকে ভালুকাগামী গার্মেন্টস শ্রমিকবাহী একটি বাস সজোরে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। একই সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী আরেকটি মিনি ট্রাক পেছন থেকে ওই ট্রাকটিকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় বাস ও ট্রাকের মোট ১৫ জন আহত হন।

এর মধ্যে আটজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল ও সাতজনকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় হাফিজুর ও মমেক হাসপাতালে নেওয়ার পথে আলামিনের মৃত্যু হয়।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.