প্রেস বিজ্ঞপ্তি: রাষ্ট্রে সকল ধর্মের সকল মানুষের সমান অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের একমাত্র মানবতার নিবন্ধিত রাজনৈতিক সংগঠন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত আসন্ন ত্রয়োদশ রাষ্ট্রীয় নির্বাচনে ভাই বোন সবার সমান অধিকার- মর্যাদা ভিত্তিক জীবনের দিশা মানুষ হিসেবে ভাই বোন সমান মর্যাদার ভিত্তিতে মানবতার রাষ্ট্রের লক্ষ্যে নারী প্রার্থীদের অন্যান্য সংগঠনের তুলনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন মোট ছয়টি আসনের হয়ে ইনসানিয়াত বিপ্লবের নারী প্রার্থী আসন্ন ত্রয়োদশ রাষ্ট্রীয় নির্বাচনে অংশ নিয়েছেন
তাদের মধ্যে
১। চট্টগ্রাম -১০- ডবলমুরিং,হালিশহর,পাহাড়তলী থেকে সাবিনা খতুন সাব্বি।
২। ঢাকা -১২ (উত্তর সিটি কর্পোরেশনের ২৪থেকে ২৭ এবং ৩৫ ও ৩৬ সালমা আক্তার।
৩। ঢাকা-১৩-উত্তর সিটি কর্পোরেশন থেকে ফতেমা আক্তার মুনিয়া।
৪। গাজীপুর-২-সিটি কর্পোরেশন ১৯-৩৯/৪৩-৫৭ থেকে এডভোকেট তাসলিমা আফরোজ।
৫। মুন্সিগন্জ-১-শ্রীনগর-সিরাজদিখান থেকে রোকেয়া আক্তার।
৬। নরসিংদী-৫-রায়পুরা থেকে তাহমিনা আক্তার।
ভাই বোন সবার সমান অধিকার- মর্যাদা ভিত্তিক জীবনের একমাত্র দিশা ও রাজনৈতিক সংগঠন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব world humanity revolution. এর উপর গুরুত্ব দিয়ে ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন, রাষ্ট্রে সকল ধর্মের সকল মানুষের সমান অধিকার যদি চান ইনসানিয়াত বিপ্লবের আপেল মার্কায় ভোট দিন।
আল্লামা ইমাম হায়াত বলেন, ইনসানিয়াত বিপ্লবের বাইরে ভাষা গোত্র দেশ রাষ্ট্র লিংগ বর্ণ বর্ডার ইত্যাদি বস্তুবাদি চেতনার ভিত্তিতে বৈষম্য বিভেদ বিদ্বেষ বিভক্ত করে জীবনের সত্য অস্বীকার ও মানবসত্তা ধ্বংস করা হয়। একমাত্র ইনসানিয়াত বিপ্লব ই এযুগে সকল বস্তুর উর্ধে কেবল জীবনের দয়াময় স্রষ্টার নামে স্রষ্টার আলো মহান রেসালাতের আলোকে জীবনের সত্য ও মানবিক সাম্য এবং মানবিক মর্যাদার ধারক ও রক্ষক। ইনসানিয়াত বিপ্লবের বাইরে এ যুগে মানবজীবনের সত্য ভিত্তিক সংজ্ঞা যেমন নাই- তেমনি সব ধর্মের সব মত পথের সব মানুষের সমান নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার ভিত্তিক বৈষম্যহীন অসাম্প্রদায়িক সর্বজনীন মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়ার লক্ষ্যে সব মানুষের কল্যাণে সব মানুষের ভালোবাসা ভিত্তিক ও সব মানুষের প্রতিনিধিত্বশীল সর্বজনীন মানবতার রাজনীতির দিশাও দুনিয়ার কোথাও নাই।
মানুষ হিসেবে ভাই বোন সমান মর্যাদার ভিত্তিতে মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার রাজনীতির ভিত্তিতে ভাই বোন সবার একমাত্র রাজনৈতিক দল বিশ্ব ইনসানিয়াত বিপ্লব world humanity revolution.
আল্লামা ইমাম হায়াত ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের শ্লোগান তুলে ধরে বলেন, বলো ভাই! আমি মানুষ! তাই মানবতার রাষ্ট্র চাই!
বলো ভাই! আমি মানুষ! তাই মা বোন শিশুদের আতংক আর্তনাদ অবসান চাই! বলো ভাই! আমি মানুষ! তাই সব মানুষের অধিকার চাই! বলো ভাই! আমি মানুষ! তাই মানবতার অসহায় ক্রন্দন আমি মুছে দিতে চাই! বলো ভাই! আমি মানুষ! তাই মানবতার বিজয় চাই!
আল্লামা ইমাম হায়াত বলেন, রাষ্ট্রে সকল ধর্মের সকল মানুষের সমান অধিকার যদি চান ইনসানিয়াত বিপ্লবের আপেল মার্কায় ভোট দিন। জীবনের নিরাপত্তা অধিকার স্বাধীনতা যদি চান ইনসানিয়াত বিপ্লবের আপেল মার্কায় ভোট দিন। রাষ্ট্রের সকল সম্পদের মালিকানা যদি চান
ইনসানিয়াত বিপ্লবের আপেল মার্কায় ভোট দিন। আপনার সুরুক্ষা, সেবা ও অধিকার স্বাধীনতা মর্যাদা রক্ষার রাষ্ট্র যদি চান ইনসানিয়াত বিপ্লবের
আপেল মার্কায় ভোট দিন। ইনসান ইনসানিয়াত খেলাফতে ইনসানিয়াত। প্রত্যেক মানুষের জীবনের আত্ম মালিকানা ও দুনিয়ার সম্মিলিত মালিকানার ভিত্তিতে, ধর্মীয় মূল্যবোধের আলোকধারায়, একক গোষ্ঠীর স্বৈরতামুক্ত, অসাম্প্রদায়িক, সর্বজনীন, গণতান্ত্রিক, মানবিক রাষ্ট্র এবং সত্য ও সম্পদের যুক্ত প্রবাহের ধারায়, মানবিক সাম্যের রূপরেখায়, মুক্ত মানবিক বিশ্বব্যবস্থার লক্ষ্যে, বস্তুর উর্ধ্বে মানবসত্তার ভিত্তিতে জীবনের আত্মিক প্রাকৃতিক রাজনৈতিক দর্শন ও দল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের হয়ে আপেল মার্কায় ভোট দেয়ার অনুরোধ জানান।
বার্তা প্রেরক (মানবতার রাজনীতির প্রবর্তক)-আল্লামা ইমাম হায়াত, চেয়ারম্যানঃ বিশ্ব ইনসানিয়াত বিপ্লব। #

















