ত্রপার স্বর্ণ পদক অর্জন

 

কুমিল্লা ব্যুরো: আমাদের দেবিদ্বার পত্রিকার ধামতী প্রতিনিধি সুমন সেন রায়’র বড় ভাইয়ের মেয়ে অর্পিতা সেন ত্রপা , একজন উদীয়মান শিশু কণ্ঠশিল্পী। বাবা মানিক কুমার সেনের একান্ত ইচ্ছা ও প্রেরণা, মা রেখা রানী রায়ের অক্লান্ত পরিশ্রম, নিবিড় পরিচর্যা ও তার নিজের কঠোর অনুশীলনের মধ্য দিয়ে নিজেকে তিল তিল করে গড়ে তুলছে।

শিশু শিল্পী হিসেবে ইতিমধ্যে সে বেশ সুনাম কুঁড়িয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৯৯তম জন্ম দিন উপলক্ষে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব আয়োজিত সংগীতানুষ্ঠানে খ- শাখায় চ্যাম্পিয়ন হয়ে সে স্বর্ণ পদক অর্জন করে।

অর্পিতা সেন ত্রপা ইতিপূর্বে বঙ্গবন্ধুর ৯৭ ও ৯৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যথাক্রমে ২য় স্থান ও বিশেষ পুরস্কারে ভূষিত হয়। তাছাড়াও তার বিদ্যালয় সহ অন্যান্য সংগীতানুষ্ঠানে সে সফলতার সহিত সংগীত পরিবেশন করে যাচ্ছে এবং বিভিন্ন পুরষ্কার লাভ করছে। সে বড় হয়ে এদেশের একজন স্বনামধন্য সংগীত শিল্পী হতে চায় । সে জন্যে সকলের কাছে আশীর্বাদ প্রার্থী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.