তেঁতুলিয়ায় ট্রাক্টরের ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু

প্রতীকী ছবি
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্রাক্টরের ধাক্কায় আশরাফি জান্নাত ইশি (১৩) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (০৮ এপ্রিল) সকালে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ভুতিপুকুর গ্রামে এই দূর্ঘটনাটি ঘটে।
নিহত ইশি হারাদিঘী গ্রামের আইবুল হকের মেয়ে। সে হারাদিঘী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।
স্থানীয়রা জানায়, ভুতিপুকুর গ্রামে প্রাইভেট পড়া শেষে সকালে বাইসাইকেল করে বাড়ি যাচ্ছিল ইশি। এসময় রাস্তায় পেছন থেকে একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার চেষ্টা করলে ইশির পথেই মৃত্যু হয়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া দূর্ঘটনায় ইশির মৃত্যুর বিষয়টি বিটিসি নিউজ এর প্রতিবেদককে নিশ্চিত করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.