তৃতীয় বার মুখ্যমন্ত্রী হবার পর প্রথম জঙ্গলমহলে গেলেন মমতা

(তৃতীয় বার মুখ্যমন্ত্রী হবার পর প্রথম জঙ্গলমহলে গেলেন মমতা–ছবি: প্রতিনিধির)
বিশেষ (ভারত) প্রতিনিধি: সারা দেশে আদিবাসীদের অধিকার রক্ষার ডাক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদিবাসী দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ‘আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না। আমাদের সরকার সেই আইন চালু করেছে। সারা দেশে আদিবাসীদের অধিকারে এই আইন চালু করা উচিত। আদিবাসীদের জন্য আলাদা দফতর তৈরি করা হয়েছে।’
লোকসভা ভোটে গেরুয়া শিবির সাফল্য পেলেও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একগুচ্ছ প্রতিশ্রুতির ওপর জঙ্গলমহল ভরসা রেখেছে ৷ ২ মে বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর দেখা যায়, ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা আসনেই জিতেছে তৃণমূল। কাজে আসেনি বিজেপির ডবল ইঞ্জিন সরকার গড়ার প্রতিশ্রুতি। বরং বাংলার মেয়ের উপর তৃতীয়বারের জন্য ভরসা রেখেছে জঙ্গলমহল। আর সেই ‘আশীর্বাদের’ প্রতিদান এদিন ঝাড়গ্রামের মাটিতেই দিয়ে এলেন মুখ্যমন্ত্রী।
এদিন ভারত ছাড়ো আন্দোলনের কথা মঞ্চ থেকে স্মরণ করেন মমতা। আদিবাসী দিবসে ঝাড়গ্রামের বিশিষ্টদের সম্মান জানায় সরকার। মুখ্যমন্ত্রী বলেছেন, ‘গত ৩ বছর ধরে আদিবাসী দিবস পালন করে আসছি। আদিবাসী সমাজের সকালে আরও এগিয়ে যাবেন। ঝাড়গ্রামকে আমরা ২০১৭ সালে নতুন জেলা করেছি। এখানে সুপার স্পেশ্যালিটি হাসপাতাল, ৪টি কলেজ করা হয়েছে। স্পোর্টস কমপ্লেক্স করা হয়েছে। আদিবাসী ভাষাকে সম্মান জানানো হয়েছে। এই রাজ্যেই একমাত্র সাঁওতালি ভাষায় পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে। স্নাতক শিক্ষা চালু করা হয়েছে। দেশের আরও কোনও রাজ্যে নেই। অলচিকি ভাষায় ৫০০ স্কুল তৈরি করা হয়েছে। মাও হানায় মৃতদের পরিবারকে চাকরি দেওয়া হয়েছে। আপনারা আমাদের অনেক আশীর্বাদ দিয়েছেন। আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি।’
তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ সোমবার (০৯ আগস্ট) প্রথম জঙ্গলমহলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee at Jhargram)। ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী (World Indigenous Day) দিবস উপলক্ষে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee at Adivasi Utsav)। আদিবাসীদের সাবেকি পোশাক পরে তাঁদের সঙ্গে নাচের তালে পা মেলাতে দেখা যায় মমতাকে। আদিবাসী বিশিষ্টদের সম্মান জানান মুখ্যমন্ত্রী। আদিবাসীদের সঙ্গে ধামসাও বাজাতে দেখা যায় তাঁকে। ঝুমুরও তুলে নিয়েছিলেন হাতে। পাশে দাঁড়িয়ে ছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। এদিন আদিবাসী সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে এক অন্য মমতা ধরা দেন ঝাড়গ্রামে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (ভারত) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.