তৃতীয় বার ক্ষমতায় এসে এবার লক্ষ্য শিল্পে বিনিয়োগ – বোঝালেন পানাগড়ে 

বিশেষ (ভারত) প্রতিনিধি: আজ পানাগড়ে পলিফিল্ম প্রকল্পের উদ্বোধন করার পাশাপাশি একাধিক  প্রকল্পের সূচনা করেন৷ পুরুলিয়ার রঘুনাথপুরে জঙ্গল সুন্দরী শিল্প পার্কেরও সূচনা করেন মুখ্যমন্ত্রী৷ এর পাশাপাশি দুর্গাপুর, জামুড়িয়া, হাওড়া, জামালপুরের মতো বিভিন্ন জায়গায় বেশ কিছু শিল্প প্রকল্পেরও সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এ দিনই প্রায় ১৫ হাজার কোটি টাকার প্রকল্পের ঘোষণা করা হল যেখানে প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থান হবে৷ এর পাশাপাশি রঘুনাথপুরে জঙ্গল সুন্দরী শিল্প পার্কেও প্রায় ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এ দিনের বক্তব্যে আগাগোড়াই রাজ্যে শিল্প বান্ধব পরিবেশ গড়ে তোলার বিষয়ে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
তিনি জানিয়েছেন, নতুন শিল্প গড়ে তোলার ক্ষেত্রে সমস্ত রকমের সমস্যা সমাধানের জন্য একটি হাই পাওয়ার কমিটি গড়া হচ্ছে৷ সেই কমিটিতে মুখ্যমন্ত্রী নিজেও থাকছেন৷ মাসে অন্তত একবার এই কমিটির বৈঠকে তিনি অংশ নেবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কোন প্রকল্পের অনুমোদনের আবেদন কী পর্যায়ে রয়েছে, অনুমোদন দেওয়ার ক্ষেত্রে কী কী বাধা রয়েছে, এসব কিছুই ওই বৈঠকে আলোচনা করা হবে৷ শিল্প দফতরকেও নতুন বিনিয়োগ প্রস্তাব রূপায়ণের ক্ষেত্রে আরও তৎপর হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
এদিন মুখ্যমন্ত্রী বলেন দেউচা পাঁচামিতে কয়লা উত্তোলনের কাজ শুরু হলেও লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে ৷ শিগগিরই ডেউচা পাচোমির কাজ শুরু হবে বলে আশ্বস্ত করেন তিনি৷
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (ভারত) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.