তৃতীয়বার নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপ ঘরে তুলল অস্ট্রেলিয়া

বিটিসি স্পোর্টস ডেস্ক: ফের আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করল অস্ট্রেলিয়া। ওয়ানডে চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে (২০২১-২০২৪) নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৭৫ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে পাওয়া এই জয়ের পর এবারের চক্রে ২৪ ম্যাচ খেলে ৩৯ পয়েন্ট (১৭ জয়, ৩ হার ও ৩ ম্যাচে কোনো ফলাফল হয়নি) হলো অস্ট্রেলিয়ার। আর তাতে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নশিপ জিতল তারা। এর আগে ২০১৪-১৬ ও ২০১৭-২০২০ চক্রের শিরোপাও হাতে তুলেছিল দলটি।
অন্য কোনো দলের অস্ট্রেলিয়ার সমান পয়েন্ট পাওয়া অসম্ভব। যেখানে দুইয়ে থাকা ভারতের হাতে এখনও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২টি এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ৩টি ম্যাচ আছে। কিন্তু সবগুলো ম্যাচ জিতলেও তাদের ৩৭ পয়েন্টের বেশি হবে না।
এদিকে অস্ট্রেলিয়ার কাছে হেরে ২০২৫ নারী বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের ক্ষেত্রে পিছিয়ে পড়লো নিউজিল্যান্ড। ২৪ ম্যাচ শেষে ছয়ে থাকা দলটির পয়েন্ট ২১। তাদের পেছনে ফেলার সুযোগ আছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের। এর মধ্যে তিন হাতে রেখে বাংলাদেশের পয়েন্ট ১৯ এবং ৫ ম্যাচ হাতে রেখে ক্যারিবীয়দের পয়েন্ট ১৪।
কিউইদের এখন বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে হতে পারে। কারণ ছয়টি দল খেলবে সরসারি মূল পর্বে। বাকি দুই স্পটের জন্য লড়বে আরও ছয় দল। তবে অস্ট্রেলিয়া সিরিজ জেতায় লাভ হয়েছে শ্রীলংকার। হাতে ম্যাচ রেখেই তারা পরের বছরের বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.