তৃণমূলের রাজ্যসভার প্রার্থী চুরান্ত করলো

কলকাতা প্রতিনিধি: চূড়ান্ত হয়ে গেল তৃণমূলের রাজ্যসভার প্রার্থী। চারটি আসনে প্রার্থীর নাম জানিয়ে আজ রবিবার টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভায় তৃণমূলের প্রার্থীরা হলেন দলের সাধারণ সম্পাদক দীনেশ ত্রিবেদী, সুব্রত বক্সি, মৌসম বেনজির নুর এবং অর্পিতা ঘোষ। সূত্রের খবর ছিল, দীনেশ ত্রিবেদী এবং মৌসমকে প্রার্থী করা হতে পারে। সেই জল্পনাতেই রবিবার সিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, দলের বর্ষিয়ান নেতা সুব্রত বক্সি ছাড়া বাকি তিনজনই লোকসভায় তৃণমূলের প্রার্থী হয়েছিলেন। মৌসম নুর তো কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। দীনেশ ত্রিবেদী বারাকপুরের দুবারের সাংসদ এবং অর্পিতা ঘোষ বালুরঘাটের একবারের সাংসদ ছিলেন। বস্তুত, লোকসভায় তিনজনই বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন। যা রীতিমতো ধাক্কা দিয়েছিল মমতাকে। তাই বলা বাহুল্য, দীনেশ এবং মৌসমকে রাজ্যসভায় পাঠানো হতে পারে বলে সূত্রের খবর ছিলই। সুব্রত বক্সি দক্ষিণ কলকাতার প্রাক্তন সাংসদ ছিলেন। গত লোকসভায় ওই আসনে দল মালা রায়কে প্রার্থী করে। সাংগঠনিক দায়িত্বে আনা হয় সুব্রতকে।
এদিকে, বালুরঘাটে হারের পরও অর্পিতার উপর আস্থা হারাননি মমতা। কিছুদিন আগেই গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার দক্ষিণ দিনাজপুরের সংগঠনকে ধরে রাখতে অর্পিতাকে জেলা সভাপতি করা হয়। একইসঙ্গে মৌসমকে মালদা উত্তর কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়। সম্প্রতি, মালদহে কর্মিসভায় মৌসমের হার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। দলের মুসলিম নেতাদের বিরুদ্ধে চূড়ান্ত ক্ষুব্ধ হন মমতা। তখনই বোঝা যাচ্ছিল, মৌসমকে রাজ্যসভায় পাঠাতে পারেন। অন্যদিকে, দলের প্রতিষ্ঠাতা সদস্য তথা সুবক্তা দীনেশ ত্রিবেদীর উপর বরাবরই আস্থা রেখেছেন দলনেত্রী। তারই ফলস্বরূপ রাজ্যসভার টিকিট পাচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.