তৃণমূলের পুরভোটের মিশন-স্মার্ট কলকাতা

কলকাতা (ভারত) প্রতিনিধি: আগামীদিনে পুরভোটে জিতে শহরকে স্মার্ট বানানোর লক্ষে এগোবার স্বপ্ন দেখাচ্ছেন শহরবাসীকে বিদায়ি মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।
৮২নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম জয় নিয়ে প্রত্যয়ী। তাঁর সাফ কথা বিগত বছরে শহরে জমা জল সহ নিকাশি ব্যবস্থা এবং জঞ্জাল পুর্নবিকরণ করে সার তৈরি,বর্জ্য প্লাস্টিক থেকে ছোট ছোট প্লাস্টিক সামগ্রী বিদেশের ধাঁচে আমাদের এখানেও শুরু হয়েছে। যদিও এখনও অনেক পথ চলা বাকি আছে,বাকি আছে শহরকে আর পাঁচটা উন্নত শহরের মতো স্মার্ট করা।
তাঁর সমস্ত প্ল্যান প্রোগ্রাম সব ১৪দফা ভাবনার মধ্যে আছে।
সাংবাদিকদের প্রশ্নের মুখে সবিনয়ে যতটা বললেন- (১) প্রাকৃতিক দুর্যোগ সামলাবার জন্য আধুনিক সরঞ্জামে সুসজ্জিত বিশেষ প্রশিক্ষিত বাহিনী (২) তারের জঞ্জাল মুক্ত করতে বিশেষ প্ল্যান (৩) পরিবেশ দূষণ রোধে ব্যবস্থা তথা প্লাস্টিক ব্যবহারের নিয়ন্ত্রণ (৪) থাকবে না কোনও খোলা ভ্যাট,জঞ্জাল পুর্নবিকরণ করে সার তৈরিতে উৎসাহ প্রদান (৫) ফুটপাতের হকারদের নিয়ন্ত্রণ করে দৃস্টিনন্দন ছাউনি করা (৬) হোর্ডিংয়ের জঞ্জাল থেকে কিভাবে শহরবাসীদের মুক্ত করা যায় তার জন্য ব্যবস্থা গ্রহণ(৭) ধাপা ‘জয় হিন্দ’ প্রকল্পে আরো ২০লক্ষ গ্যালন জল উৎপাদনের পরিকল্পনাও গড়িয়া ঢালাই ব্রিজে নতুন জলপ্রকল্প (৮) শহরের ভূগর্ভস্থ নিকাশি নালার জল ধারণ ক্ষমতার বৃদ্ধি ও বিশেষ দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান তৈরি (৯) আমহার্টস্ট্রিট সহ উত্তর কলকাতার জমা জলের নিকাশির জন্য দীর্ঘ মেয়াদি পরিকল্পনা তথা পর্যাপ্ত পাম্পিংয়ের ব্যবস্থা করা (১০) খিদিরপুরের নবাব আলি পার্কে বড় পাম্পিংস্টেশন তৈরি করা সহ বকেয়া কাজ দ্রুত শেষ করা (১১) অন লাইন থেকে পুরসভার সব কাজ যাতে বাড়ি বসেই করা যায় তার জন্য পরিকল্পনা গ্রহণ (১২) করবিন্যাসের আমূল পরিবর্তন করে জনসাধারণকে হয়রানির হাত থেকে মুক্ত করা (১৩) আগামী বর্ষার আগেই সেচ ব্যবস্থার ও নিকাশি খালের সংস্কার (১৪) পরিবেশ বান্ধব ম্যাস্টিক অ্যাসফল্টের রাস্তা বেশীকরে তৈরি করা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.