তুষার চাদরে ঢেকে গেল আল-আকসা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বিরল তুষারপাতে ঢেকে গেছে অধিকৃত জেরুজালেম। আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে পশ্চিমতীরসহ উত্তর ইসরাইল ও পাহাড়ি অঞ্চলে ব্যাপক তুষার পড়েছে।
এতে বিভিন্ন সড়ক বন্ধ হয়ে গেছে। ভারী তুষারে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানও খোলার সুযোগ হয়নি। স্কুল বন্ধ থাকায় ঝরতে থাকা তুষার ফলক দেখতে শিশুরা রাস্তায় নেমে আসে।
পরস্পরের দিকে তুষারবল ছুড়ে তারা আনন্দ প্রকাশ করছে। একটি পাহাড়ে তুষার নিয়ে মেতে ছিলেন আবেদ শাবানি নামের এক ফিলিস্তিনি। পাহাড়টি থেকে জেরুজালেম দেখা যায়।
তার গাড়িতেও কয়েক ইঞ্চি তুষার জমে গেছে। অন্য বাবা-মায়েরা নিজেদের উষ্ণ রাখতে গ্যাস ক্যানিস্টারে কফি গরম করছিলেন।
২৯ বছর বয়সী আবেদ শাবানি বলেন, বহু বছর ধরে আমি এমন দৃশ্য দেখিনি। আজ স্কুল বন্ধ। যে কারণে শিশুদের নিয়ে ঘুরতে বেড়িয়েছি। তারা তুষারবল নিয়ে খেলছে।
পবিত্র স্থানটিতে কয়েক ইঞ্চি সাদা তুষারে মুসল্লিদের পা টেনে টেনে হেঁটে নামাজ পড়তে যেতে হয়েছে। আল-কুদসের কুব্বাতুস সখরা ও পশ্চিম দেয়ালও ঢেকে গেছে তুষাারে। শহরটিতে ভারী তুষারপাতের ঘটনা বিরলই বলা চলে। বহু বছর ধরে এমন অপরূপ দৃশ্য চোখে পড়েনি সেখানকার বাসিন্দাদের।
এদিকে জেরুজালেমের দিকে যাওয়া মহাসড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ। শহরের ভেতরের বাস সেবাও স্থগিত রাখা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.