BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

তুষার গলাতে ‘হট টাব’ নামাল নিউইয়র্ক

তুষার গলাতে ‘হট টাব’ নামাল নিউইয়র্ক

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গত সপ্তাহের শেষ দিকে আঘাত হানা ঐতিহাসিক শীতকালীন ঝড়ে নিউইয়র্কের বিভিন্ন এলাকায় এক ফুটেরও বেশি, অর্থাৎ প্রায় ৩০ সেন্টিমিটার তুষার জমে যায়।

পরবর্তী ঝড়ের আশঙ্কার আগেই জমে থাকা বরফ সরাতে ব্যাপক অভিযান শুরু করেছে নগর কর্তৃপক্ষ।

এই অভিযানে ব্যবহার করা হচ্ছে বিশালাকৃতির বিশেষ তুষার গলানোর যন্ত্র, যেগুলো ‘স্নো হট টাব’ নামে পরিচিত। প্রতিটি যন্ত্র এক ঘণ্টায় ৬০ থেকে ১২০টন পর্যন্ত বরফ গলাতে সক্ষম।

এই বরফ অপসারণ কার্যক্রমে দিন-রাত মিলিয়ে আড়াই হাজারেরও বেশি নগরকর্মী কাজ করছেন। যদিও উত্তর আমেরিকার অন্যান্য শহর ও বিমানবন্দরে এই ধরনের যন্ত্র নিয়মিত ব্যবহার করা হয়, নিউইয়র্কে এতো বড় পরিসরে এগুলো সর্বশেষ ব্যবহার করা হয়েছিল ২০২১ সালে।

ঝড় থেমে গেলেও তাপমাত্রা এখনো হিমাঙ্কের নিচে অবস্থান করছে। ফলে স্বাভাবিকভাবে বরফ গলার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

আবহাওয়ার পূর্বাভাসেও তাৎক্ষণিক উষ্ণতার কোনো ইঙ্গিত নেই। রাস্তার পাশে সরিয়ে রাখা বরফ এখনো পথচারী ও যানবাহনের জন্য ঝুঁকি তৈরি করছে, যার কারণে দ্রুত বরফ গলাতে অতিরিক্ত পদক্ষেপ নিতে হচ্ছে।

বুধবার এক সংবাদ সম্মেলনে নিউইয়র্ক সিটি স্যানিটেশন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হাভিয়ের লোহান বলেন, ‘আমরা যদি এগুলো গলাতে না পারি, তাহলে বরফ দীর্ঘ সময় সেখানেই পড়ে থাকবে।’

বরফভর্তি ট্রাক থেকে এসব যন্ত্রে বরফ ঢালা হয়।

যন্ত্রগুলো পানিভর্তি থাকে এবং দ্রুত বরফ গলিয়ে ফেলে। গলানোর সময় বের হওয়া বাষ্পের কারণে এগুলো দেখতে অনেকটা জ্যাকুজির মতো মনে হলেও, ভেতরের পানির তাপমাত্রা মাত্র ৩৮ ডিগ্রি ফারেনহাইট বা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস।

বরফ গলে যে পানি তৈরি হচ্ছে, তা পরিশোধনের পর স্টর্ম ড্রেনে ছেড়ে দেওয়া হচ্ছে। লোহান আরো বলেন, ‘এই মুহূর্তে আমাদের প্রধান অগ্রাধিকার হলো বাস চলাচলের প্রধান রাস্তাগুলো দ্রুত খুলে দেওয়া, যাতে মানুষ নির্বিঘ্নে বাসে উঠতে পারে এবং প্রয়োজন অনুযায়ী কর্মস্থল ও স্কুলে যেতে পারে।’ #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ভোটারদের গণভোটে অংশগ্রহনের জন্য উদ্বুদ্ধ করবে : জনপ্রশাসন সচিব বিরুলিয়ায় ডাকাতির আগেই ভেস্তে গেল ছক, আন্তঃজেলা ডাকাত চক্রের ৮ সদস্য গ্রেপ্তার গাইবান্ধায় দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার চোট সামলে পাঁচ সেটের থ্রিলার জিতে ফাইনালে আলকারাজ ফের সাবালেঙ্কা-রিবাকিনা ফাইনাল গোদাগাড়ীতে টমেটো চাষে বিপ্লব: ব্যবসা হয় ১ হাজার ৮০০ কোটি টাকার নবীগঞ্জে তোলার গোডাউনে অগ্নিকাণ্ড, ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ডাগআউটে দুই বাবা, মাঠে তাঁদের ছেলেরা এমন বাংলাদেশ গড়ার চেষ্টা করি, যেখানে প্রত্যেকে মর্যাদা নিয়ে বাঁচতে পারে : তারেক রহমান তুষার গলাতে ‘হট টাব’ নামাল নিউইয়র্ক