তুলাসহ বিভিন্ন কৃষিপণ্য রপ্তানি বাড়াতে আগ্রহী ব্রাজিল

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশে তুলাসহ বিভিন্ন কৃষিপণ্য রপ্তানি বাড়াতে আগ্রহ প্রকাশ করছে ব্রাজিল। আজ বুধবার (১৫ জুন) বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের সঙ্গে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাক্ষাতের সময় ব্রাজিলের প্রতিনিধিদল এ আগ্রহ প্রকাশ করে। চার্জ দ্য অ্যাফেয়ার্স সাবিম নাদজা পপফে ব্রাজিলের এ দলের নেতৃত্বে দেন।
মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় মন্ত্রী বলেন, ‘তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ বর্তমানে বিশ্বে দ্বিতীয়। ব্রাজিলে বিশ্বের সেরা মানের তুলা উৎপাদিত হয়—তাই ভবিষ্যতে তুলা আমদানির পরিমাণ আরও বৃদ্ধি করা হবে।’
পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুদেশের বস্ত্রখাত একসঙ্গে এগিয়ে যাবে এবং দুই দেশের ব্যবসা-বাণিজ্যে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, তাও দূর করা হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, ‘ব্রাজিল আন্তরিকভাবে বিশ্বাস করে বাংলাদেশ তাদের বন্ধুপ্রতীম দেশ। তাই বাংলাদেশের বস্ত্র ও তুলাসহ বিভিন্ন কৃষিপণ্য খাতে ব্যবসাবাণিজ্যের সম্প্রসারণ ও উন্নয়ন ঘটাতে আগ্রহী তারা।’
চার্জ দ্য অ্যাফেয়ার্স আরও বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে উন্নতমানের তুলা রপ্তানি করে ব্রাজিল। এ রপ্তানি তালিকায় অন্যতম অবস্থানে রয়েছে বাংলাদেশ। ব্রাজিল ভবিষ্যতে আরও অধিক পরিমাণে তুলাসহ বিভিন্ন কৃষিপণ্য বাংলাদেশে রপ্তানি করতে ইচ্ছুক।’
সাক্ষাৎকালে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.