BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

তুর্কি সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

তুর্কি সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

ঢাকা প্রতিনিধি: বাংলাদেশে সফররত পাঁচ সদস্যের তুর্কি সংসদীয় প্রতিনিধি দল পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (৩ নভেম্বর) বাংলাদেশ-তুরস্ক সংসদীয় মৈত্রী গ্রুপের চেয়ারম্যান মেহমেত আকিফ ইয়িলমাজের নেতৃত্বে এ প্রতিনিধি দল সাক্ষাতে অংশ নেন। সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র উপদেষ্টা প্রতিনিধি দলকে আন্তরিক স্বাগত জানিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক সহায়তায় তুরস্কের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রতিনিধি দল ১ ও ২ নভেম্বর কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করে তুর্কি মানবিক সহায়তা কার্যক্রম পর্যালোচনা করেছেন।

সাক্ষাতে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ ও তুরস্কের ঐতিহাসিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বিস্তৃত ও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি তুরস্কে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধির পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা জোরদারের আহ্বান জানান। এছাড়া, বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ কর্মী নিয়োগের ক্ষেত্রে তুরস্কের আগ্রহ বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।

তিনি আরও জানান, বাংলাদেশ সরকার সম্প্রতি দেশে তুরস্কের সাংস্কৃতিক সংস্থা ‘ইউনূস এমরে ইনস্টিটিউট’-এর একটি শাখা স্থাপনের অনুমোদন দিয়েছে, যা দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করবে।

বাংলাদেশ-তুরস্ক সংসদীয় মৈত্রী গ্রুপের চেয়ারম্যান মেহমেত আকিফ ইয়িলমাজ কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনের অভিজ্ঞতা শেয়ার করেন এবং শিবির পরিচালনা ও ব্যবস্থাপনা বিষয়ে বাংলাদেশ সরকারের মানবিক ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, তুরস্ক বাংলাদেশকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বিবেচনা করে এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারে কাজ করবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. আকরাম হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ