তুরস্ক-সিরিয়া উত্তেজনা কমাতে মাঠে নেমেছে ইরান

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আব্দুল্লাহিয়ান শনিবার সিরিয়ার রাজধানী দামাসকাস সফরে গেছেন।
তিনি জানিয়েছেন, তুরস্ক-সিরিয়া উত্তেজনা কমানোর মিশন নিয়ে সিরিয়া এসেছেন তিনি। 
পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এ অঞ্চলে সিরিয়া এবং তুরস্কের মধ্যে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন তিনি।
সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাসার আল আসাদের একজন বড় মিত্র হলো ইরান। অন্যদিকে তুরস্কের বড়  বাণিজ্যিক বন্ধু ইরান।
সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান সিরিয়ার ওয়াইপিজে জঙ্গিদের বিরুদ্ধে  সামরিক অভিযান পরিচালনার ঘোষণা দেন। তার ঘোষণার পর সিরিয়ায় শঙ্কা ও উত্তেজনা তৈরি হয়।
এই উত্তেজনা উপশমে মাঠে নেমেছে ইরান। পাঁচদিন আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী তুরস্ক সফরে যান। সেখানে তিনি তুরস্কের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। এরপর তিনি আসলেন সিরিয়ায়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সিরিয়ার কর্মকর্তাদের সঙ্গে তিনি বিষয়টি নিয়ে আলোচনা করবেন।
তুরস্ক সফরে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, সিরিয়ায় হয়ত তুরস্ককে আরেকটি সামরিক অভিযান চালাতে হবে। (সূত্র: আল আরাবিয়া)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.