তুরস্ক-সিরিয়ায় ব্যাপক সংঘর্ষ, নিহত-৪

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় তুর্কি বাহিনীর সঙ্গে স্থানীয় বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে অন্তত চারজন নিহত ও শতাধিক আহত হয়েছেন।
তুরস্কে অবস্থিত সিরীয় শরণার্থীদের ওপর তুর্কি জনতার ব্যাপক হামলার জেরে এ ঘটনা ঘটে। সোমবার সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 
প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের তিনজন আফরিন শহরে এবং অন্যজন জারাবলসে প্রাণ হারিয়েছেন। রোববার স্থানীয় সময় রাতে মধ্য তুরস্কের কায়সরিতে একজন সিরীয় শরণার্থী শিশুর ওপর যৌন নির্যাতনের অভিযোগে শিশুটিরই এক আত্মীয়কে আটক করে তুর্কি আইনশৃঙ্খলা বাহিনী। পরে ভুক্তভোগী শিশুটিকেও হেফাজতে নেয় তুর্কি পুলিশ।
এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তুরস্কে সিরীয় শরণার্থীবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.