তুরস্ক সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দুই দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার (২৫ নভেম্বর) সকালে তুরস্কের উদ্দেশে রওনা দিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের আমন্ত্রণে তিনি এই সফর করছেন। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পাকিস্তানের পররাষ্ট্র দফতরের বিবৃতিতে জানানো হয়, দুই দেশের বিভিন্ন বিষয়ে প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া ইস্তাম্বুল শিপইয়ার্ডে পাকিস্তান নৌবাহিনীর জন্য চারটি জাহাজ উদ্বোধন করবেন তিনি।
দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি ও অভিন্ন সমস্যাসহ বিস্তৃত আলোচনা করবেন। এরআগে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ২০২২ সালের মে-জুন মাসে তুরস্ক সফর করেছিলেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান ও তুরস্ক উভয় দেশ বন্ধুত্ব ও পারস্পরিক বিশ্বাসের বন্ধনে আবদ্ধ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.