তুরস্ক থেকে কার্গো যাচ্ছে ইউক্রেনে

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন থেকে শস্য আনতে তুরস্কের ইস্তানবুল থেকে একটি খালি কার্গো জাহাজ যাচ্ছে চরনোমস্ক বন্দরে। বার্বাডোসের পতাকাবাহী ফুলমার এস নামে খালি কার্গো জাহাজটি শুক্রবার ইউক্রেনের উদ্দেশে ইস্তানবুল বন্দর ছেড়েছে বলে তুরস্ক জানিয়েছে।
জাতিসংঘের উদ্যোগে এবং তুরস্কের মধ্যস্ততায় ইউক্রেন থেকে খাদ্যশস্য যে তিনটি বন্দর দিয়ে রফতানির চুক্তি হয়েছে, তার মধ্যে চরনোমস্ক বন্দরও রয়েছে।
এর আগে গত সোমবার সকালে ‘রাজোনি’ নামের সিয়েরা লিওনের পতাকাবাহী জাহাজটি ওডেসা থেকে লেবাননের ত্রিপোলি বন্দরের উদ্দেশ্যে রওনা দেয়।
এটি ছিল ইউক্রেনে রুশ হামলা শুরুর পর প্রথম শস্যবাহী জাহাজ। সাগরের একটি নিরাপদ করিডোর দিয়ে এসব শস্যবাহী জাহাজ চলবে।
গত ২২ জুলাই রাশিয়া, তুরস্ক, জাতিসংঘ ও ইউক্রেনের মধ্যে শস্য পরিবহন চুক্তি হয়। (সূত্র: আনাদোলু)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.