তুরস্ক এবার যেসব শর্ত জুড়ে দিল

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ফিনল্যান্ড-সুইডেন ন্যাটোতে যোগ দিতে চায়। কিন্তু তাদের ন্যাটোতে যোগ দেওয়ার পথে বাধা হয়ে দাড়িয়েছে তুরস্ক।
তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান শুক্রবার জানান, ফিনল্যান্ড-সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন না তিনি।  
তিনি তখন জানিয়েছিলেন, ফিনল্যান্ড-সুইডেন নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তানের সন্ত্রাসী ও জঙ্গিদের মদদ দেয়।
তবে তুরস্কের প্রেসিডেন্টের এমন বক্তব্যের পর তাদের বোঝাতে তৎপর হয়ে ওঠেছে ন্যাটোর অন্য দেশগুলো।
আর এর মাঝেই নিজেদের শর্তের কথা জানালেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভসোগলু।
রোববার তিনি জানিয়েছেন, যদি ফিনল্যান্ড-সুইডেন ন্যাটোতে যোগ দিতে চায় তাহলে তাদের কিছু শর্ত মানতে হবে।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী শর্তের বিষয়ে বলেছেন, সুইডেন ও ফিনল্যান্ডকে জঙ্গিদের মদদ দেওয়া বন্ধ করতে হবে, নিরাপত্তার পরিস্কার নিশ্চয়তা দিতে হবে এবং তুরস্কের ওপর আরোপিত রপ্তানি নিষেধাজ্ঞা তুলে দিতে হবে।
পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভসোগলু আরও বলেছেন, আমরা কাউকে হুমকি দিচ্ছি না বা সুযোগ বুঝে সুবিধা আদায় করার চেষ্টাও করছি না।
আমরা বিশেষ করে  পিকেকে কুর্দিস গ্রুপকে সুইডেন যে সমর্থন দিচ্ছে সেটির বিরুদ্ধে কথা বলছি। (সূত্র: আল জাজিরা)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.