তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন ফিনিশ পররাষ্ট্রমন্ত্রী

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভেস্তো বলেছেন, ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে তিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসোগলুর সঙ্গে কথা বলবেন।
জার্মানির বার্লিনে হবে এ বৈঠক। ন্যাটোতে যোগ দেওয়া নিয়ে তুরস্কের সঙ্গে যেসব বিষয় নিয়ে দ্বিমত আছে সেগুলো সমাধান করার চেষ্টার কথা জানিয়েছেন ফিনিশ পররাষ্ট্রমন্ত্রী। 
ন্যাটো দেশভুক্ত পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করতে বার্লিনে এসেছেন ফিনল্যান্ডের মন্ত্রী।
আর বার্লিনে এসেই তুরস্কের মন্ত্রীর সঙ্গে আলাদাভাবে কথা বলার বিষয়টি জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভেস্তো বলেছেন, আমি নিশ্চিত আমরা একটি সমাধান পাব। আমি শুক্রবার আমার ‘ভালো সহকর্মী’ মেভলুত কাভাসোগলুর সঙ্গে ফোনে কথা বলেছি।
এদিকে শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান সকলকে অবাক করে জানান, সুইডেন-ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টিকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন না।
এখন যদি তুরস্ক ন্যাটোতে ফিনল্যান্ড-সুইডেনকে না চায় তাহলে তারা যোগ দিতে পারবে না।
কারণ ন্যাটোতে যে ৩০টি দেশ আছে তাদের সবাইকে এ বিষয়ে সমর্থন দিতে হবে। একটি দেশ বেঁকে বসলেই বিষয়টি ঝুলে থাকবে। (সূত্র: আল জাজিরা)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.