তুরস্কের অর্থনীতি পুরোপুরি ধংস করে দেয়ার হুমকি দিল ট্রম্প

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল থেকে আচমকাই তাদের সেনা প্রত্যাহার করে নিয়েছেন । তবে তুরস্ককে সতর্ক করে বলেছেন, ওই অঞ্চলে তুরস্ক যদি সীমা অতিক্রম করে, তাহলে তাদের অথৃনীতি পুরোপুরি ধ্বংস করে দেয়া হবে।
বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের পরই গতকাল সোমবার রাতে তুর্কি সেনারা সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ইরাক সীমান্তের কাছে হাসাকেহ এলাকায় মর্টার হামলা চালিয়েছে ।তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, সীমান্ত এলাকায় কুর্দি যোদ্ধাদের সঙ্গে লড়াই এবং তুরস্কে ৩৬ লাখ সিরীয় শরণার্থীর মধ্যে ২৬ লাখ শরণার্থীর জন্য একটি নিরাপদ অঞ্চল গড়ে তোলাই তাদের উদ্দেশ্য।
গতকাল সোমবার সিরিয়ায় আইএসবিরোধী অভিযান চালানোর ঘোষণা দেয় তুরস্ক। আর তারপরই ওই অঞ্চল থেকে নিজেদের সেনা সরিয়ে নিতে শুরু করে যুক্তরাষ্ট্র।
তবে ট্রাম্পের নিজ দলীয় রিপাবলিকানরাও এমন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন। (সূত্র: বিবিসি ) #
Comments are closed, but trackbacks and pingbacks are open.