তুরস্ককে ধন্যবাদ জানাল ইউরোপীয় ইউনিয়ন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধাবস্থায় ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির সুযোগ করে দেওয়ায় তুরস্ককে ধন্যবাদ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউর পররাষ্ট্র কূটনীতি বিষয়কপ্রধান জোসেফ বোরেল শনিবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী মেভলুত কাভোসগ্লুকে এ ধন্যবাদ জানান।  
আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে একটি অনুষ্ঠানে দুই কূটনীতিকের বৈঠক হয়েছে।
জোসেফ বোরেল বলেন, যুদ্ধের মধ্যেই রাশিয়াকে বুঝিয়ে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির ব্যবস্থা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
এর মাধ্যমে বিশ্বের খাদ্য সংকট নিরসনে বিরাট অবদান রেখেছে তুরস্ক। আর এটা সম্ভব হয়েছে এরদোগানের প্রচণ্ড কূটনৈতিক দক্ষতার কারণে।
এ সময় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেনসহ ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশগুলোর উন্নয়নের জন্য পরিকল্পনা করছে তুরস্ক। (সূত্র: আনাদোলু)। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.