তীব্র পানি সংকটে ইরানে বিক্ষোভ, গ্রেপ্তার-৬৭

বিটিসি আন্তর্জাতিক ডেস্কইরানের ইসফাহান শহরে তীব্র পানি সংকটে বিক্ষোভ করেছে স্থানীয় বাসিন্দারা। এসময় ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, ইরানের তৃতীয় বৃহত্তম শহর ইসফাহান। এই অঞ্চলের বৃহত্তম নদীটি শুকিয়ে পানির সংকট দেখা দিয়েছে। এ সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ করছে স্থানীয়রা। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ ও তাদের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
উল্লেখ্য, চলতি বছরের জুলাইতেও ইরানে পানির দাবিতে আন্দোলন হয়। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে বিক্ষোভ হয়। সেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাগুলোতেও। বিক্ষোভ দমনে তখন কঠোর অবস্থান নেয় দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.