তীব্র তুষারপাতে থমকে গেছে মধ্যপ্রাচ্যের ৩ দেশ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: তীব্র তুষার ঝড়ের কবলে লেবানন। প্রচণ্ড ঠান্ডায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন। এদিকে তুষারে বিপর্যস্ত তুরস্ক। কয়েকটি অঞ্চলের তাপমাত্রা একলাফে তিন ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে।
রাস্তায় বরফ জমায় ব্যাহত হচ্ছে যান চলাচল। এ ছাড়া ইসরাইল অধিকৃত গোলান মালভূমিসহ মধ্যপ্রাচ্যের বেশকিছু অঞ্চলেও তীব্র তুষারপাত অব্যাহত।
কয়েক ইঞ্চি বরফে ঢেকে আছে রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা। তুষারঝড়ের কারণে পর্বতমালা থেকে শুরু করে বাসা বাড়ি সব জায়গায় বরফের চাদর। কোথাও কোথাও আবার তুষারবৃষ্টি।
সব মিলিয়ে তীব্র তুষারের কারণে ব্যাহত হচ্ছে লেবাননের চেবা অঞ্চলের বাসিন্দাদের জীবন।
তুষারঝড়ের পাশাপাশি জেঁকে বসেছে তীব্র ঠান্ডা। এমনিতে অর্থনৈতিক মন্দার মধ্যে দেশটির নাগরিকদের স্বাভাবিক জীবন চালানোই কঠিন। সেখানে তুষারঝড় নতুন করে মানবিক বিপর্যয় ডেকে এনেছে। ঘরে বসে কোনোরকম দিন পার করছেন তারা।
ভুক্তভোগীরা জানান, আমাদের অর্থনৈতিক অবস্থা মোটেই ভালো না। পানি গরম করতে বিদ্যুৎ বা তেলের প্রয়োজন। আর দুটোর দামই এখানে আকাশ্চুম্বী। তাই আমাদের বিকল্প ব্যবস্থা খোঁজা ছাড়া উপায় নেই।
এদিকে তুষারপাতে বিপর্যস্ত তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল। রাস্তায় বরফ জমায় দেশটির দিয়ারবাকির অঞ্চলে অন্তত কয়েকশ’ গাড়ি আটকা পড়ে। যান চলাচল ব্যাহত হওয়ায় দুর্ভোগে পড়েন বাসিন্দারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় তুর্কি কর্তৃপক্ষকে। তুষারপাতের কারণে অঞ্চলটির তাপমাত্রা এক লাফে তিন ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়।
ইসরাইল অধিকৃত সিরিয়ার গোলান মালভূমিও ছেয়ে গেছে তুষারে। রাস্তার বরফ সরাতে দিন রাত কাজ করে যাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। ঝড়ো আবহাওয়ার কারণে এরইমধ্যে বেশ কয়েকটি স্কি রিসোর্ট বন্ধ করে দেয়া হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.