তীব্র তাপপ্রবাহ: মেক্সিকোয় ১০০ জনের প্রাণহানি

 

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোতে তীব্র তাপপ্রবাহে ১০০ জনের মৃত্যু হয়েছে। গত দুই সপ্তাহে অতিরিক্ত গরমে এই প্রাণহানির ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৯ জুন) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত দুই সপ্তাহে মেক্সিকোর বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা ৫০ ডিগ্রির কাছাকাছি ছিল। যার ফলে প্রচণ্ড গরমে ১০০ জন মারা গেছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, প্রাণহানির তিনভাগের দুইভাগ ঘটনা ঘটেছে গত ১৮-২৪ জুনের মধ্যে। বাকি একভাগ তার আগের সপ্তাহে। গত বছরের এই সময়ে তাপপ্রবাহে মাত্র একজনের মৃত্যু হয়েছিল।
মৃতদের অধিকাশই হিট স্ট্রোক ও পানিশূন্যতায় মারা যায়। এর মধ্যে ৬৪ শতাংশ ঘটনা ঘটেছে টেক্সাসের সীমান্তবর্তী উত্তরের রাজ্য নিউভো লিওনে। বাকিদের বেশিরভাগই উপসাগরীয় উপকূলে প্রতিবেশী তামাউলিপাস এবং ভেরাক্রুজে।
তবে বিগত কয়েকদিনে বৃষ্টির কারণে তাপমাত্রা কমেছে। তবে এখনো দেশটির উত্তরাঞ্চলের কিছু শহরে তীব্র তাপপ্রবাহ চলছে। বুধবার দেশটির সোনোরা রাজ্যের অ্যাকোনচি শহরের তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াস ছিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.