তীব্র তাপদাহ সান্তাহারে শ্রমজীবী ও পথচারীদের বিশুদ্ধ পানি ও মাথার ক্যাপ বিতরণ করে যুব রেড ক্রিসেন্ট

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘি উপজেলায় হটাৎ করে তীব্ররোদ ও তাপদাহে অতিষ্ট শ্রমজীবী ও পথচারীরা আর এই গরমে কিছুটা স্বস্তিতে রাকার লক্ষ্যে তাদের মাঝে বিশুদ্ধ খাবার পানির বোতল ও মাথার ক্যাপ নিয়ে পাশে দাঁড়িয়েছেন যুব রেড ক্রিসেন্ট বগুড়া জেলা ও আদমদীঘি শাখার নেতৃবর্গ।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল থেকে আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভা এলাকায় এসব সামগ্রি বিতরণ করা হয়।
আদমদীঘি যুব রেড ক্রিসেন্টের আয়োজনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিট ও ডিজাস্টার রিলিফ ইমারজেন্সি ফান্ড এর সহযোগিতায় ২০০ বোতল বিশুদ্ধ খাবার পানি, ২৫ টি ক্যাপ ও গরম থেকে রক্ষার জন্য সচেতনতা বৃদ্ধিতে ৫০০ শত লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বগুড়া ইউনিটের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম সুররুতজ্জামান, রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের ইউনিট লেভেল অফিসার শিকদার রাহাত ইসলাম, যুব রেড ক্রিসেন্ট বগুড়ার যুব ও স্বেচ্ছাসেবক প্রধান রায়হান খন্দকার ও যুব কার্যনির্বাহী সদস্য মাইনুল ইসলাম প্রমুখ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.