তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ ৬ দফা দাবীতে মানববন্ধন (ভিডিও)

বিশেষ (রংপুর) প্রতিনিধি: তিস্তা চুক্তি সই ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ ৬ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটি।
আজ সোমবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে রংপুর প্রেসক্লাব চত্তরে প্রায় দুইঘন্টাব্যাপি মানববন্ধন ও সমাবেশে তিস্তা নদী সুরক্ষায় বিজ্ঞান সম্মতভাবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, অভিন্ন নদীর ন্যয্য হিস্যার ভিত্তিতে তিস্তা চুক্তি, নদীর শাখা- প্রশাখার সঙ্গে সংযোগ স্থাপন ও নৌচলাচল পুনুরায় চালু, অবৈধ দখলমুক্ত ও অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদী ভাঙ্গন রোধ, খরা ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের স্বার্থসংরক্ষণের ৬ দফা দাবি তুলে ধরেন নেতৃবৃন্দ।
মানববন্ধন সমাবেশে অংশ নেয় তিস্তার দুই তীরে বসবাস কারী সাধারণ মানুষ সহ স্থানীয় সুধীজন। এতে বক্তব্য রাখেন কমিটির সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানীসহ নেতৃবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (রংপুর) প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.