তিস্তায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি: নদী ভাঙন রোধে কার্যকর বাঁধের দাবিতে নদীর তীরে মানববন্ধন করেছে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় তিস্তার পাড়ের মানুষ।
আজ সোমবার (৩ আগস্ট) দুপুরে তিস্তার বাম তীরে উপজেলা মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামে ঘণ্টাব্যাপী মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেয়া গ্রামবাসী জানান, গত ৭২ ঘণ্টায় মহিষখোচা ইউনিয়নের সিংগিমারী গ্রামের প্রায় অর্ধ সহস্রাধিক বসত বাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে। ঈদের রাতেই বেশ কয়েকটি ঘর নদীতে ভেসে গেছে। সরানোর লোক না থাকায় এসব ঘরবাড়ির কিছুই রক্ষা করতে পারেনি ক্ষতিগ্রস্তরা।
ভাঙনের শিকার পরিবারগুলো বাড়ি করার জমির অভাবে রাস্তায় ঘরগুলো রেখে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। নদীর তীব্র ভাঙনে সিংগিমারী গ্রাম বিলীন হয়ে দক্ষিণ বালাপাড়া গ্রামে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। নদী ভাঙন রোধে এ গ্রামের মুখে জরুরী ভিত্তিতে বাঁধের দাবিতে মানববন্ধন করেন অর্ধ সহস্রাধিক গ্রামবাসী।
সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর আলম সেফাউল, চিত্রশিল্পী বাবলু মিয়া, ব্যবসায়ী মানজেদুল ইসলাম ডলার ও মন্টু মিয়া প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.