তিস্তায় ফের পানি বৃদ্ধি শুরু, অতিক্রম করতে পারে বিপদসীমা

রংপুর প্রতিনিধি: উজানের ঢল আর বৃষ্টিতে আবারও পানি বৃদ্ধি শুরু হয়েছে তিস্তায়। গত ২৪ ঘন্টায় তিস্তার ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে ১৫ সেন্টিমিটার। যা এখন বিপদ সীমার ১০ সেন্টিমিটার নীচে রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলীয় প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ বিটিসি নিউজকে জানিয়েছেন, গতকাল সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টা থেকে আজ মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টা পর্যন্ত তিস্তার ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি বৃদ্ধি হয়েছে ১৫ সেন্টিমিটার। দুপুর ১২ টা পর্যন্ত বিপদসীমার ১০ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

তিনি জানান, সার্বিক বিবেচনায় মনে হচ্ছে সন্ধা নাগাদ এই পানি বৃদ্ধি আরও ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি হতে পারে।

এতে বিপদসীমার ১০ সেন্টিমিটার পর্যন্ত তিস্তার পানি বৃদ্ধির সম্ভাবনা রযেছে। এদিকে আবারও পানি বৃদ্ধিতে ভাঙ্গন ও ফসল ক্ষতির আশংকায় পড়েছেন তিস্তার ১৫২ কিলোমিটার অববাহিকার মানুষ।

এর আগে আগস্ট ও জুলাই মাসে কয়েক দফা বন্যায় তিস্তা পাড়ের একলাখ ৭২ হাজার কৃষকের প্রায় ২০০ কোটি টাকার মতো ফসলহানি ও ৫ হাজারেও বেশী ঘড়বাড়িকয়েকহাজার হেক্টর জমিজমা, শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ সহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যায়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.