তিস্তার পানি বৃদ্ধি

লালমনিরহাট প্রতিনিধি:  লালমনিরহাটে ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তার পানি বাড়তে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ডের ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণ করছেন।
গতকাল শনিবার দুপুরে পর্যন্ত তিস্তার পানি ব্যারেজ পয়েন্টে বিপদসীমার ১৫ সেন্টিমিটার ও কাউনিয়া পয়েন্টে ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বৃদ্ধির ফলে তিস্তার চরাঞ্চলের কয়েকশ’ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে বলে বিটিসি নিউজকে জানিয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর। তবে ওই চরাঞ্চলের বসতবাড়ি ও গ্রামগুলো এখনও নিরাপদ রয়েছে।
সদরের রাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন মোফা বিটিসি নিউজকে জানান, তিস্তার পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে এখনও সেটা স্বাভাবিক পর্যায়ে রয়েছে।
এ দিকে গত শুক্রবার রাত থেকে তিস্তা পানি বৃদ্ধিতে হাতীবান্ধা উপজেলার ৬ টি ইউনিয়নে গড্ডিমারী দোয়ানী, ছয়আনী,নিজ গড্ডিমারী,সানিয়াজানের নিজ শেখ সুন্দুর, পাড়শেখ সুন্দর, বাঘের চর, জিঞ্জির পাড়া,ঠাংঝাড়া, সিংঙ্গীমারীর, ধুবনী, চর ধুবনী, উত্তর ধুবনি, সিন্দুর্না, চর সিন্দুনা,হলদিবাড়ি,ডাউয়াবাড়ির ইউনিয়নের,বিছন দই, উত্তর ডাউয়াবাড়ি এলাকায় পানি প্রবেশ করছেন। বর্তমানে পানি কমতে শুরু করেছেন।
উপজেলা গড্ডিমারী ইউনিয়নে দোয়ানী গ্রামের খাদেম আলী বিটিসি নিউজকে জানান, তিস্তার পানি হঠাৎ বৃদ্ধি পেয়েছেন। আবার পানি কমছেন।
হাতীবান্ধার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহম্মেদ বিটিসি নিউজকে জানান,বন্যাত পরিবারের জন্য ত্রানের ব্যবস্থা রয়েছে । পানি বন্দি পরিবারের খবর পেলে দ্রুত ত্রানের ব্যবস্থা রয়েছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো.রবিউল ইসলাম বিটিসি নিউজকে বলেন, ‘পানি বৃদ্ধি পেলেও এখনও আশঙ্কার পর্যায়ে যায়নি। তারপরও আমরা সতর্ক রয়েছি। সম্ভাব্য বন্যা মোকাবিলায় আমরা প্রস্তুতি রেখেছি।’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.